বিশ্বকাপ শেষে ভারত সফরে যাবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৪

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।  সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট    তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

এদিকে এ সিরিজ দিয়েই ২০২৪-২৫ মৌসুমে নিজেদের হোম সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। বিষয়টি জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিএই)

প্রাপ্ত তথ্য বলছে, প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। চেন্নাইয়ের মাঠে হবে এ টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে, ২৭ সেপ্টেম্বর শুরু হবে। এরপর আট দিন বিরতি থাকবে। বিরতির পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে টি-টোয়েন্টি ম্যাচ হবে   অক্টোবর ধর্মশালায়। বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ হবে দিল্লি এবং হায়দরাবাদে। এবং ১২ অক্টোবর হবে ম্যাচ দুটি। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায়।

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর