নতুন সিনেমা ‘কল্কি’ এর প্রচারে এসেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনে। আর সেখানেই সবার চোখে পড়ে তার স্পষ্ট বেবিবাম্প-এর উপর।
সিনেমাটির প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়- কালো পোশাক পরে হাতে মাইক নিয়ে সিনেমার প্রচার নিয়ে বক্তব্য দিচ্ছেন দীপিকা। তার পরনের কালো পোশাকটি টাইট ফিটিংয়ের হওয়ায় বেবিবাম্পটিও স্পষ্ট বোঝা যাচ্ছে।
ভিডিওতে আরও দেখা যায়, মঞ্চে ওঠার সময় দীপিকার দিকে সাহায্যের হাত বাড়ান অমিতাভ। আর স্টেজ থেকে নামার সময়ও সাহায্য করতে জন্য ছুটে যান প্রভাস। মূলত স্ফীতোদর নিয়ে এখন চলাফেরায় একটু অসুবিধা হচ্ছে অভিনেত্রীর।
ভিডিওতে একাধিকবার নিজের স্ফীতোদর স্পর্শ করতে দেখা গেছে দীপিকাকে। অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে মজা করে উপস্থাপকবলেন, ‘অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে অভিনয় করার পরে স্ফীতোদর নিয়ে আজই হাজির দীপিকা।’তার কথার জবাবে দীপিকা বলেন, সিনেমাটি তিন বছর ধরে চলেছিল। আরও ৯ মাস কেন নয়- এটা আমার মনে হয়েছিল।
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই নতুন অতিথিকে স্বাগত জানাতে যাচ্ছে দীপিকা-রণবীর।
বিডি২৪অনলাইন/ই/এমকে