বিনামূল্যে সেবা দিচ্ছে আটঘরিয়ার কবির উদ্দিন হোমিও দাতব্য চিকিৎসালয়

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
২১ জুন ২০২৪

প্রতি শুক্রবার রোগীদের বিনামূল্যে সেবা দিচ্ছে  পাবনার আটঘরিয়া উপজেলার মাও. কবির উদ্দিন (রহঃ) হোমিও দাতব্য চিকিৎসালয়। সপ্তাহের এ দিনে এ চিকিৎসালয় থেকে নতুন-পুরাতন মিলে অন্তত তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নেন বলে জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

আটঘরিয়া উপজেলার দেবোত্তর-খিদিরপুর সড়কের হুজুরের মোড়ে (হাড়লপাড়া) অবস্থান চিকিৎসালয়ের। মাওলানা কবির উদ্দিন আহমদ (রহঃ) ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বিশিষ্ট ব্যক্তি। তার মৃত্যুর পরে তার সন্তানরা বাবার নামে দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।  বর্তমানে মাও. কবির উদ্দিনের (রাহঃ) বড় ছেলে ও পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ডা. মো. আখতারুজ্জামান বাদশা বিনামূল্যে সেবা দিচ্ছেন।

উপকারভোগীদের মধ্যে বয়ড়া গ্রামের আসমা খাতুন কুমারগারী গ্রামেরবেলাল জানান, এখান থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে তারা সুস্থ্য হয়েছেন। তাই শুক্রবার  কয়েকজন রোগী নিয়ে এসেছেন এ দাতব্যলয়ে।

 

 

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর