এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম অঙ্গরাজ্য তাজিকিস্তিানো হিজাব নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুর আজহায় স্কুল-কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিল করা হয়েছে।
দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিশি মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে সম্প্রতি। কেউ আইন অমান্য করলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে বিলটিতে। খবর হিন্দুস্তান টাইমস
বিলটি পাসের পর মসলিশি মিলির প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিজাব তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। হিজাব বা এ জাতীয় মস্তকাবরণর পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। তাছাড়া এ পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে।
মুলত ২০০৭ সাল থেকে হিজাব, ইসলামি ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় তাজিকিস্তানে। এরপর হিজাবের ওপর অলিখিত নিষেধাজ্ঞা ছিল দেশটিতে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ তৃণমূল পর্যায়ে কমিটি পর্যন্ত করেছিলেন।
বিডি২৪অনলাইন/আই/এমকে