নকলায় বিদ্যুৎস্পৃষ্টে বিধবার মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি
২২ জুন ২০২৪

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামে এক বিধবা মারা গেছেন।  শনিবার (২২ জুন) সকাল ১০টার দিকে নিজের বাড়িতে গোসলখানার ছাউনির টিন সরানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

সাজেদা বেগম উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, গোসলখানার ছাউনির টিন সরানোর সময় সেখানে বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে আহত হন সাজেদা বেগম। পরে পরিবারের লোকজন তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর