গুরুদাসপুরে বাড়িঘর ভাংচুর ও জমি দখল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
২২ জুন ২০২৪

নাটোরের গুরুদাসপুর উপজেলার খাঁকড়াদহে বাড়িঘর ভাংচুর করে জমি দখলে নেওয়া হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার ভাংচুর ও দখলের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী হলেন খাকড়াদহ গ্রামের মৃত রেফাতুল্লাহ মন্ডলের ছেলে রাসেল ইসলাম। অভিযুক্তরা হলেন- আবেদ আলী তার সহযোগীরা, তারা একই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয়।

ভুক্তভোগী রাসেল ইসলাম স্থানীয়রা জানান, খাঁকড়াদহ মৌজায় পৈত্রিকসুত্রে পাওয়া পৌনে শতাংশ জমিতে ২০ বছর ধরে বসবাস করছেন তিনি। সম্প্রতি সেই জমি নিয়ে প্রতিবেশি আবেদ আলী, আকবর আলী,ইয়াকুব আলীসহ অন্যদের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এর জের ধরে বৃহস্পতিবার (২০ জুন) অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার বাড়ির ঘরের টিনের চালা খুলে নিয়ে জমি দখল নেয়।

ভুক্তভোগী রাসেল জানান, জমিটি নিয়ে বিরোধ শুরু হওয়ার পরে বেশ বার গ্রাম্য সালিশ হয়। থানা-পুলিশের কাছেও অভিযোগ করা হয়েছে। কিন্তু কোথাও থেকে প্রতিকার মেলেনি। প্রতিপক্ষরা  প্রভাবশালী হওয়ার কারণে তিনি ন্যায় বিচার পাচ্ছেন না।

প্রতিপক্ষদের একজন আবু বক্কার জানান, তাদের জমির সাথে রাসেলের জমি বিনিময় করা হয়েছে। রাসেল জমির দখল ধরে রাখতে না পারলে আমাদের করার কিছু নেই। অপরদিকে আবেদ আলী জানান,  রাসেলের প্রাপ্য জায়গা তার দখলেই রয়েছে। আমরা তার জমি দখলে নেইনি।

প্রতিবেশী জয়নাল আবেদীন,আব্দুর রশিদ সাবেক ইউপি সদস্য বকুল মিয়াসহ এলাকাবাসী জানান, ভুক্তভোগী রাসেল অভিযুক্তরা  একে অপরের আত্বীয়। মুলত রাসেলের জায়গা জোর করে দখলে রেখেছে  আবেদ আলী আবু বক্কার।

গুরুদাসপুর থানার উপসহকারি পরিদর্শক আবু জাফর জানান, রাসেল ৯৯৯ কল করে তাঁর সমস্যার কথা জানায় পুলিশকে। পরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল হোসেন জানান, জমি সংক্রান্ত বিষয়টির সমাধানের জন্য উভয়পক্ষকে আদালতের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।

বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর