ই-মেডিকেল ভিসা চালু করবে ভারত

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৪

বাংলাদেশিদের জন্য ভারত ই-মেডিকেল ভিসা সুবিধা চালু করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের মানুষের সুবিধার্থে রংপুরে একটি সহকারি হাইকমিশন খুলবে দেশটি।

নিবার (২২ জুন) দিল্লি হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদি। বৈঠক শেষে মোদির দেওয়া বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

নরেন্দ্র মোদি জানান, ভারতের বৃহত্তম উন্নয়ন সহযোগী বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

এদিকে বৈঠকটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,  দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আরও গভীর করার লক্ষ্যে আলোচনা হয়েছে বৈঠকে। আলোচনায় উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, পানিসম্পদ, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতাসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর