বাংলাদেশের সঙ্গে ভারতের দুই চুক্তিসহ ১০ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৪

নিবার (২২ জুন) দিল্লি হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এবং ভারতের প্রধানমন্ত্রী রেন্দ্র মোদির ধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। বৈঠকের পর দুই চুক্তিসহ মোট ১০ সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ভারত। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

সই হওয়া নতুন সমঝোতা স্মারকের ধ্যে রয়েছে -বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ (চুক্তি), ভারত-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ (চুক্তি), সমুদ্র সহযোগিতা ব্লু-কোনোমি, ভারতের ইন-স্পেস এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, সমুদ্রবিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা, কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

নবায়ন করা সমঝোতার ধ্যে রয়েছে- স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত পুরনো সমঝোতা, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর