মন্তব্য
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় টানা ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য বিভাগেও কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে শনিবার (২২ জুন) এ তথ্য জানানো হয়েছে।
এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- দেশের বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু জায়গায় মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টিপাত হতে পারে খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায়। এদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে