প্রায় সারাদেশেই চলছে তাপদাহ। এরকম তাপে আরও দুই থেকে তিন দিন পুড়বে দেশ। এরপর নামতে পারে বৃষ্টি। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বলছে, রোববার (২৮ মার্চ) আকাশে কালো মেঘ দেখা যেতে পারে। গোটা এপ্রিল মাসে থেমে থেমে চলবে এই তাপপ্রবাহ, সঙ্গে থাকবে কালবৈশাখী ঝড়ও।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৭ দশমিক ৭, ময়মনসিংহে ৩৪ দশমিক ৫, চট্টগ্রামে ৩৮ দশমিক ৭, সিলেটে ৩৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৬ দশমিক ৮, রংপুরে ৩৪ দশমিক ৩, খুলনায় ৩৭ দশমিক ২ এবং বরিশালে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল বিভাগসহ রাজশাহী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ আজ (বৃহস্পতিবার) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এবং এর আশপাশের এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাপপ্রবাহপ্রবণ এলাকা ছাড়া দেশের অন্য এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এমকে