টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে ডি/এল মেথডে পরাজয়ের ভারতের বিপক্ষে ৫০ রানে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে আছে তাদের। কিন্তু সুপার এইট গ্রুপে বাকি দুই দেশ ভারত ও অস্ট্রিলিয়ার ম্যাচে অঘটন না ঘটলে আফগানিস্তানের সঙ্গে জিতেও সেমিফাইনাল খেলতে পারবে না টাইগাররা। মুলত ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে হারের পর চলমান বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় অনেকটাই নিশ্চিত বলা যায়। তবে অঘটন ঘটলে গাণিতিক হিসাবে এখনও সেমিফাইনাল খেলার স্বপ্নটা দেখতে অসুবিধা নেই।
অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচে অজিরা জয় পেলেই অস্ট্রেলিয়া এবং ভারতের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। কারণ তাদের দুই দলের পয়েন্ট হবে চার। কিন্তু শেষ ম্যাচে আফগানিস্তান কিংবা বাংলাদেশের পক্ষে ৪ পয়েন্ট পাওয়া অসম্ভব। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জিতলে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া- দুই দলেরই পয়েন্ট হবে ২। এরপর ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচে ভারতকে জিততে হবে। এ ম্যাচে ভারত জিতলে তাদের ৬ পয়েন্ট নিশ্চিত হবে। আর অস্ট্রেলিয়া আটকে থাকবে দুইয়ে।
গাণিতিক হিসাব এখনো বাকি আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ও আফগানিস্তান দু’দলই জিতলে, আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। সেটাও জিততে হবে বড় রানের ব্যবধানে। তাহলে সমান দুই পয়েন্ট হবে আফগানিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের। আর রানরেটের সাহায্যে সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ।
কিন্তু ফর্মে থাকা অস্ট্রেলিয়াকে হারানোটা কতটা কঠিন, সেটা ক্রিকেটাবোদ্ধাদের অনেকেই জানেন। তাই অঘটনের সুতোয় ঝুলন্ত সেমিফাইনাল স্বপ্নটা খুব একটা দেখছে না টাইগার সমর্থকরা।
বিডি২৪অনলাইন/এস/এমকে