ভিন্নধর্মী গল্পের নাটক ‘গ্রেট টাউট’

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৪

ঈদ উপলক্ষে সম্পূর্ণ ভিন্নধর্মী গল্প সাজিয়ে নির্মাণ করা হয়েছে নাটকগ্রেট টাউট  এন. ডি. আকাশের রচনায় ও কাজী সাইফ আহমেদের পরিচালিত নাটকটি রোববার (২৩ জুন) রাত সাড়ে এগারোটায় এটিএন বাংলায় প্রচার হবে।

নাটকটিতে আশরাফ সুপ্ত, ইমু শিকদার, সিয়াম নাসির, জুলফিকার চঞ্চলসহ আরও অনেকে অভিনয় করেছেন। নাটকে দেখা যাবে, চরিত্র নাম হাসেম গ্রামের একটি টাউট প্রকৃতির ছেলে। সবাই জানে সে শহরে বড় চাকরি করে। হাসেমের বাবাও জানে ছেলে শহরে বড় চাকরি করে। গ্রামের শিক্ষিতা, সুন্দরী মেয়ে কবিতা বড় চাকরি করে বলে হাসেমের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ায়। এদিকে গ্রামের আরেকটি ছেলে সাজ্জাদও কবিতাকে পছন্দ করে। কিন্তু কবিতা সাজ্জাদকে পাত্তা দেয় না। নাটকের শেষাংশে দেখা যাবে, হাসেম শহরে বড় চাকরি নয়, রিকশা চালায়। নাটকের গল্প এভাবে এগিয়ে যায়।

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর