গুলিবিদ্ধ ফিলিস্তিনিকে গাড়ির বনেটের সঙ্গে বেঁধে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৪

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গুলিবিদ্ধ এক ফিলিস্তিনিকে তাদের গাড়ির বনেটের সাথে বেঁধে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী পর্যন্ত স্বীকার করেছে, এ ক্ষেত্রে তাদের বাহিনী প্রটোকল লঙ্ঘন করেছে।

ইসরাইলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি অভিযানে গুলি বিনিময়ের সময় ওই লোক আহত হয়। তিনি ছিলেন সন্দেহভাজন। তাকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হযেছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানানো হয়।

এদিকে ভুক্তভোগীর  পরিবার জানায়, গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসার জন্য তারা অ্যাম্বুলেন্সের বিষয়ে অনুরোধ করেছিল। কিন্তু সে আকুতি উপেক্ষা  করে ইসরাইলি সেনাবাহিনী তাকে তাদের জিপের বনেটের সাথে বেঁধে নিয়ে যায়।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, শনিবার সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ওয়াদি বারকিন এলাকায় কিছু সন্দেহজনক লোকের দেখা পাওয়া যায়। তারা ইসরাইলি সৈন্যদের দিকে গুলি ছুড়লে ইসরাইলি সৈন্যরাও পাল্টা গুলি করে। এ সময় এক সন্দেহভাজন আহত হয়।  সূত্র : রয়টার্স, গার্ডিয়ান, বিবিসি

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর