আইন বহির্ভূত কাজ করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৪

র‌্যাবের কোনো সদস্য আইন বহির্ভূত বা অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। বলেছেন,র‌্যাবে প্রতি থাকা মানুষের আস্থা বিশ্বাসকে আমরা আরও বৃদ্ধি করতে চাই। রোববার (২৩ জুন) রাজধানী ঢাকায় র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি সদস্যকে সব ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, চেইন অব কমান্ড অনুসরণ এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ হতে বিরত থাকার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

র‌্যাবের সফলতা তুলে ধরে তিনি বলেন, জঙ্গি মাদকবিরোধী কার্যক্রম, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী সন্ত্রাসী গ্রেপ্তারে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে র‌্যাব। মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করে আসছে তারা।  তাদের নিয়মিত অভিযানে অসংখ্য তালিকাভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী, মানবতাবিরোধী যুদ্ধাপরাধী যারা দীর্ঘকাল আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল, তারা ধরা পড়েছে। সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। চরমপন্থি জলদস্যু আত্মসমর্পণে বাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর