সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় খোলপেটুয়া নদীর সোরা মালী বাড়ি সংলগ্ন বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। শনিবার (২২ জুন) বিকালে বাঁধের ২শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ভাঙন দেখা দেয়। এতে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
এদিকে বর্তমানে গাবুরা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ৪৭ টি প্যাকেজর মাধ্যমে চলছে মেঘা প্রকল্পের কাজ। তবে ৯নং সোরা এলাকায় এখনো এ কাজ শুরু না হওয়ায় নদী ভাঙন থামছে না বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী জানান, ৯নং সোরা মালীবাড়ীর সামনের বেড়িবাঁধের অংশটি বেশি ঝুঁকিপূর্ণ। অথচ কেনও সেখানে বাঁধের কাজ হচ্ছে না, সে নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাজ্জাদুল হক বলেন, শনিবার বিকালে গাবুরা ৯নং সোরা মালীবাড়ী সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় নদী ভাঙন দেখা দেয়। বাঁধের বেশ কিছু অংশ ভেঙে গেছে। পরিস্থিতি সামাল দিতে রোববার দুপুর থেকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তা ফেলানোর কাজ চলছে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে