৮২ দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি

নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৪

জাতীয় সংসদ- ফাইল ছবি

বিশ্বের ৮২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। ২০২২-২৩ অর্থবছরের হিসাবে বাণিজ্য ঘাটতির পরিমাণ মোট ১৫,২৩৯.৫৫ মিলিয়ন ডলার। রোববার (২৩ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে বিষয়টি জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিশ্বের ২১০টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে। সার্কভুক্ত দেশের মধ্যে নেপাল, শ্রীলঙ্কা মালদ্বীপ ছাড়া আফগানিস্তান, ভুটান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। আর নেপাল, শ্রীলঙ্কা মালদ্বীপের সঙ্গে উদ্ধৃত রয়েছে।  আফগানিস্তানের সঙ্গে .৪৯ মিলিয়ন ডলার, ভুটানের সঙ্গে ১৪.৪৯ মিলিয়ন ডলার, ভারতের সঙ্গে ৭১৬০.৮১ মিলিয়ন ডলার, পাকিস্তানের সঙ্গে ৬১৪.৭৩ মিলিয়ন ডলার ঘাটতি রয়েছে। বিপরীতে নেপালের সঙ্গে ৪১.৫৪ মিলিয়ন ডলার, শ্রীলঙ্কার সঙ্গে .০৭ মার্কিন ডলার, মালদ্বীপের সঙ্গে .১৪ মিলিয়ন ডলার উদ্ধৃত রয়েছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও জানান, মুক্তবাজার অর্থনীতিতে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা এবং বৈদেশিক বাণিজ্য ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। পাশাপাশি বৈদেশিক বাণিজ্য লেনদেন ভারসাম্য রক্ষা এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উদ্যোগ নিয়েছে সরকার।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর