দেশের মানুষ যদি মুখে মাস্ক না পরেন, স্বাস্থ্যবিধি না মেনে চলেন, তাহলে করোনা পরিস্থিতি ভবিষ্যতে সামলানো মুশকিল হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আয়োজন সংক্রান্ত সভায় এই আশঙ্কা প্রকাশ করেন।বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত মাসে সংক্রমণের হার ছিল মাত্র দুই শতাংশ। সেটি গতকাল (মঙ্গলবার) হয়ে গেছে ১৩ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনার বেড সংখ্যা আবার বাড়ানো হচ্ছে। নতুন করে আরও অন্তত পাঁচটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করা হয়েছে। তিনি বলেন, রোগের উৎপত্তি কমাতে হবে। কারণ রোগী যে হারে আসছে, এভাবে চলতে থাকলে এই ব্যবস্থায় কুলাবে না। দেশ ও অর্থনীতিকে রক্ষা করতে হলে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতেই হবে। বেশি ঘোরাঘুরি কমিয়ে ফেলতে হবে।
মন্ত্রী জাহিদ মালেক বলেন, যেসব জায়গার কারণে রোগী বাড়ছে, সংক্রমণ বাড়ছে- ওই জায়গাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমি মনে করি সংক্রমণের হার কমে যাবে। রোগী বাড়বে না। কাজেই উৎপত্তিস্থলগুলো আগে নিয়ন্ত্রণ করতে হবে।
এমকে