টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ-১ এর ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সেমি ফাইনাল নিশ্চিত করতে হলে এ ম্যাচে জিতবে হবে টিম অস্ট্রেলিয়াকে।
এদিকে সুপার এইটের দুই ম্যাচে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। তবে তাদের সেমি-ফাইনাল নিশ্চিত হয়নি। এইট পর্বের নিজের শেষ ম্যাচে হারলেও সেমি খেলার সুযোগ থাকবে ভারতের সামনে। আর জিতলে টেবিলের শীর্ষে অপরাজিত থেকে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত হবে ভারতের।
বাংলাদেশের কাছে যদি আফগানিস্তান হারে, তাহলে অস্ট্রেলিয়াকে নিয়ে সেমিতে খেলবে ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতলে নতুন করে হিসাবে বসতে হবে রান রেট নিয়ে।
২.৪২৫ রান রেট নিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে ভারত। তারপর অস্ট্রেলিয়া আছে ০.২২৩ রান নিয়ে। বাকি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে রান রেটে এগিয়ে আছে আফগানরা। তাদের রান রেট -০.৬৫০, টেবিলের তৃতীয়স্থানে আছে তারা। তাই অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলেও সেমিতে খেলতে পারবে ভারত। কিন্তু এর বিপরীত ঘটলে, ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই কেবল আফগানিস্তান সেমিতে খেলবে। ওদিকে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও সেমি খেলার সুযোগ থাকে অসিদের। সে ক্ষেত্রে বাংলাদেশের কাছে আফগানিস্তানকে হারতেই হবে। আর এটা হলে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের পয়েন্ট ২ করে সমান হবে। জটিল এ সমীকরণ মেলাতে তখন রান রেট বিবেচনা করা হবে তিন দলের।
এদিকে রান রেটের সমীকরণে যেতে চায় না অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে জয় চায় তারা। দলের অধিনায়ক মিচেল মার্শ বলেন, ভারতের বিপক্ষে জিতে সেমিফাইনালে খেলতে চাই আমরা।
ওদিকে সেমিফাইনাল এখনো নিশ্চিত না হওয়ায় চিন্তায় আছে ভারত। তারাও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় হাতছাড়া করতে চাইছে না। টিম ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে বলেন, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের খেলা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত ১৯টিতে এবং অস্ট্রেলিয়া ১১টিতে জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বিডি২৪অনলাইন/এস/এমকে