সাতক্ষীরার কালিগঞ্জে বাসন্তী পূজা মন্দিরে প্রসাদ (খিচুড়ি) খেয়ে কাব্য দত্ত নামের এক শিশু মারা গেছে। এ ছাড়া এ প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ২৬ ব্যক্তি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সোমবার সকালে সোমবার সকালে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অসুস্থদের সাথে কথা বলেছেন।
কাব্য দত্ত খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শৈলগাতী গ্রামের উত্তম দত্তের ছেলে। গত শনিবার মায়ের সঙ্গে নানা অশোক দত্তের বাড়ি বিষ্ণুপুরে বেড়াতে এসে পূজায় অংশ নেয় সে।
কালিগঞ্জের বিষ্ণুপুর বানিয়াজাংগাল চৌমাতা বাসন্তী পূজা মন্দিরের সভাপতি শংকর দত্ত বলেন, শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে পূর্ণিমা তিথি উপলক্ষে পূজা-অর্চনা হয়। কীর্তন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়। পরদিন প্রসাদ খাওয়া ভক্তদের অনেকেই বমি ও পাতলা পায়খানা করতে থাকেন। সময় বাড়ার সাথে সাথে অসুস্থ হওয়ার সংখ্যা বাড়তে থাকে।
অসুস্থদের মধ্যে ২১ জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫ জনকে খুলনার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অন্যান্যরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার রাতে কাব্য দত্তকে সাতক্ষীরা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য পাঠানো হচ্ছিল। কিন্তু খুলনায় পৌছানোর আগেই ডুমুরিয়া এলাকায় তার মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে