সাতক্ষারীয় সাংবাদিক রঘুনাথ খাঁর বিরুদ্ধে মামলার চার্জশীট দেওয়ার প্রতিবাদ ও মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার (২৪ জুন) সাংবাদিক সমাজের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। রঘুনাথ খাঁ দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- প্রথম আলোর সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাব সদস্য কালিদাশ রায়, সাতক্ষারী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, জেলা বাসদের সমন্বয়ক এড. খগেন্দ্র নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ প্রমূখ। বক্তারা সাংবাদিক রঘুনাথ খাঁর বিরুদ্ধে হওয়া মামলাটিকে মিথ্যা অভিহিত করে তার বিরুদ্ধে দেওয়া চার্জশীট ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে