মন্তব্য
গণমাধ্যমের কণ্ঠ রোধ, সাংবাদিকদের নামে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাজশাহীর সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে স্থানীয় সাংবাদিক শিবলী নোমানের বিরুদ্ধে অপপ্রচার ও হত্যার হুমকি বন্ধ, দুর্নীতির সংবাদ প্রকাশ নিয়ে বিভিন্ন সংস্থার আপত্তিকর বিবৃতি প্রত্যাহারের দাবি জানানো হয়।
রাজশাহীর সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা, সিনিয়র সাংবাদিক আজিজুল ইসলাম, আবদুস সাত্তার ডলার, শেখ রহমতুল্লাহ, শামীউল আলীম প্রমুখ।
বিডি২৪অনলাইন/সৌমেন মন্ডল/এমকে