এবার ঈদুল আজহার আগে ও পরে মিলিয়ে ১৩ দিনে (১১-২৩ জুন) সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৬২ জন নিহত ও কমপক্ষে ৫৪৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে ২৫১টি। নিহতদের মধ্যে ৩২ জন নারী ও ৪৪ শিশু রয়েছে। সোমবার (২৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ তথ্য জানিয়েছে।
রোড সেফটি বলছে, এ ১৩ দিনে ৭টি নৌ-দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। আর ১৬টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। সড়ক দুর্ঘটনার মধ্যে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। ১২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১০৪ জন।
৯টি দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। তাদের হিসেবে, এসব দুর্ঘটনায় ৯৯৮ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকার মানব সম্পদের ক্ষতি হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে