৮ বিভাগে বৃষ্টির আভাস, পাঁচ জেলায় অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৪

দেশের ৮ বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ৪ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সোমবার (২৪ জুন) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

ওদিকে দেশের রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর চুয়াডাঙ্গা জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে।

 

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- বিভাগগুলোর মধ্যে  রংপুর, ময়মনসিংহ, সিলেট চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা বরিশালের দুএক জায়গায়। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর