জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদশে সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করায় শেরপুরের নকলায় বর্ণাঢ্য আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ জুন) বিকালে স্থানীয় ব্যবসায়ী বায়েজিদ ট্রেডাসের মালিক সোহেল রানার আয়োজনে চরমধুয়া এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি চন্দ্রকোনা ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেনারেল ওয়াকার-উজ-জামান শেরপুরের কৃতি সন্তান। লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে তাকে ৩ বছরের জন্য সেনা প্রধান হিসেবে নিয়োগ করা হয়। গত ১১ জুন আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে পদোন্নতি ও সেনা প্রধান নিযুক্ত করার বিষয়টি জানায়।
এদিকে র্যালি শেষে চন্দ্রকোনা রাজলক্ষী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। সভায় বক্তব্য দেন- চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, চন্দ্রকোণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী, ইরাদ চৌধুরী, ব্যবসায়ী সোহেল রানা ও মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।
এসময় তারা চৌধুরী, নূরে আলম সিদ্দিকী রাজু, ইউপি সদস্য আব্দুস সামাদ কেনু, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মোকছেদ আলী, রফিকুল ইসলাম, আজিম উদ্দিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে