এডিস মশার বংশ বিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ভালোভাবে খেয়াল রাখতে বলেছেন নিজেদের বাসা-বাড়িসহ আঙ্গিনার কোথাও পানি জমে থাকছে কিনা, সে বিষয়ে। বলেছেন, যদি পানি জমে থাকে, তাহলে পাত্রটি উল্টে দিন। আর পরিত্যক্তপাত্র কাজে না লাগলে ধ্বংস করে ফেলুন। কারণ হিসেবে জানিয়েছেন, এসব পাত্রেই এডিস মশা বংশ বিস্তার করে।
সোমবার (২৪ জুন) রাজধানী ঢাকার ভাষানটেকে এক অনুষ্ঠানে এ পরামর্শ দেন। মেয়র বলেন, বর্ষা মৌসুম শুরু হয়েছে। কখনো বৃষ্টি আবার কখনো রোদ হচ্ছে। এটা এডিস মশার বংশ বিস্তারের উপযুক্ত সময় ও পরিবেশ। তিনদিন অন্তর অন্তর বাসাবাড়ি পরিষ্কার করে জমে থাকা পানি ফেলে দিতে পারলে কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপ ঘটবে না। এ বিষয়ে সবাই সচেতন হোন।
বিডি২৪অনলাইন/এন/এমকে