নীলফামারীতে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে কিশোরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২৪ জুন ২০২৪

নীলফামারীর সদরে পানিতে ডুবে রানা বাবু (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) শহরের সাইফোন চারালকাটা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করার সময়  এ দুর্ঘটনা ঘটে।

কিশোর কিশোরগঞ্জ উপজেলার নিতাই এলাকার এমদাদুল হকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কিশোর পানিতে ডুবে গেলে তার বন্ধুরা চিৎকার শুরু করে।  এ সময় স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডুবরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস এক কিশোরের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/রায়হান আলী/সি/এমকে


মন্তব্য
জেলার খবর