সুপার এইট গ্রুপ-১ এ দুই ম্যাচ না জিতলেও টেবিল পয়েন্টের সমীকরণে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলার দৌড়ে এখনো টিকে রয়েছে বাংলাদেশ। এ গ্রুপে নিজেদের শেষে ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ।
এ ম্যাচে জিতলে গ্রুপের অপর দল অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সমান হবে টাইগারদের পয়েন্ট। আর তখন এ গ্রুপে থেকে ভারত ছাড়া বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে কোন দল খেলবে সেমিফাইনাল, সেটা নির্ধারিত হবে রান রেট দিয়ে।
গ্রুপে নিজেদের তিন ম্যাচের সবগুলোতে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অপরদিকে এ গ্রুপে একটি করে জয়ে টেবিলে ২ পয়েন্ট নিয়ে আছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। বাংলাদেশ দুই ম্যাচ পরাজিত হওয়ায় তাদের পয়েন্ট শূন্য।
টেবিলে ভারত ছাড়া বাকি তিন দলেরই রানরেট ঋণাত্মক। অস্ট্রেলিয়ার রান রেট -০.৩৩১। আফগানিস্তানের -০.৬৫০ এবং বাংলাদেশের -২.৪৮৯। এ অবস্থায় সেমিতে খেলতে হলে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নিজেদের রান রেটও বাড়িয়ে নিতে হবে টাইগারদের।
মঙ্গলবার (২৫ জুন) মুখোমুখি হবে বাংলাদেশ এবং আফগানিস্তান। এ ম্যাচে আফগানিস্তান জিতলে সব সমীকরণ বাকি রেখে সেমিতে উঠবে তারা। তাই এ গ্রুপ থেকে ভারতের সঙ্গে আর কোন দল সেমিফাইনাল খেলবে, সেটা নিশ্চিত হওয়ার জন্য এখন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।
বিডি২৪অনলাইন/এস/এমকে