শেরপুর শ্রীবরদীতে নিজের বাড়ির গোয়াল ঘর থেকে মাসুদুর রহমান (৪৬) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’
মঙ্গলবার (২৫ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারি শিক্ষক ছিলেন।
কাকিলাকুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব বলেন, স্কুলশিক্ষক মাসুদ সম্পর্কে আমার ভাতিজা। সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের লাশ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। লাশের পাশে একটি চিরকুট পড়েছিল ছিল।
তিনি আরও বলেন, তার জানা মতে মাসুদের কোনো শত্রু নেই। কারও সঙ্গে ঝামেলাও নেই। গতরাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী থেকে কী হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না।
শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, লাশটি গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/রাকিবুল আওয়াল পাপুল/সি/এমকে