মাছের ঘেরের পানিতে ভাসছিল যুবকের লাশ

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুন ২০২৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি মাছের ঘের থেকে অপুমন্ডল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) উপজেলার  মুন্সিগজ্ঞের ভেটাখালী এলাকার জৈনেক সাত্তার মোড়লের ঘের থেকে লাশটি  উদ্ধার হয়।

অপু মন্ডল খুলনা জেলার বটিয়াঘাটা এলাকার বাড়আউড়িয়া এলাকার হরেন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি ওই ঘেরের কর্মচারী ছিল বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ  জানায়, ঘেরের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায় ধারনা করা হচ্ছে, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর