পাবনার আটঘরিয়ায় জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় কেটে মোস্তফা কামাল (১৬) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর গ্রামের ঢেপার বিলে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা কামাল পাশ্ববর্তী চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে ডিবিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদভা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. সাত্তার।
স্থানীয়রা জানান, হাফিজুর রহমান নামের একজনের ট্রাক্টর দিয়ে আলহাজ্ব আক্কাস আলীর জমি চাষ করছিল মোস্তফা কামাল। এ সময় অসাবধানতাবশতঃ পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চলে যায়। এ সময় ট্রাক্টরের ফলায় কেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, মোস্তফা ট্রাক্টরের হেল্পার ছিল। অসাবধানতাবশত ট্রাক্টর থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে