শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুন ২০২৪

সাতক্ষীরার শ্যমনগরে ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এবাদুল গাজী (২২) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে নাজমুল ইসলাম নামে মোটরসাইকেলে থাকা আরোহী।

এবাদুল গাজী কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামের আব্দ্লু আজিজ গাজীর ছেলে। নাজমুল একই এলাকার নুর ইসলাম গাজীর ছেলে। নাজমুল গাজী বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ জুন) কালিগঞ্জ শ্যামনগর সীমান্তবর্তী জাহাজঘাটা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পালসার মোটরসাইকেলে শ্যমনগরের দিকে যাচ্ছিলেন দুইজন। এ সময় মোটরসাইকেলটির চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে এবাদুল গাজী মারা যায়। গুরুত্বর আহত নাজমুল ইসলাম গাজীকে  কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বলেন, ঘটনাটি শ্যামনগর উপজেলার মধ্যে। মোটরসাইকেল আরোহী দুইজনই কালিগঞ্জের মুড়াগাছা গ্রামের বাসিন্দা।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/ এমকে

 


মন্তব্য
জেলার খবর