বিদ্যুৎ বিল বকেয়ার পরিমাণ ৫৭ লাখ টাকা। তাই লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সংযোগটি হঠাৎ করেই বিচ্ছিন্ন করে দেন বিদ্যুৎ বিতরণ কোম্পানি। আর টানা ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ না থাকায় স্টেশনে চরম ভোগান্তিতে পড়েন ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসসহ পাটগ্রাম গামী ট্রেনের যাত্রীরা। পরে অবশ্য রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দিলে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় স্টেশনে।
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বিছিন্ন করার বিষয়টি নেসকো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায় নিশ্চিত করেছেন। নেসকো জানায়, দীর্ঘদিন ধরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে বলা হলেও লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। পরে মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৬ টায় রেলওয়ে স্টেশনের বিদুৎ সংযোগ বিছিন্ন করা হয়। সংযোগ বিছিন্নের পর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ নেসকোর সঙ্গে যোগাযোগ করে। তারা বকেয়া বিল আগামী জুলাই মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দেয়। এরপর রাত ৯ টায় পুনরায় বিদুৎ সংযোগ দেওয়া হয়।
লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী লাজু সরকার বলেন, রাত ৮ টার দিকে রেলওয়ে স্টেশনে আসি। বিদ্যুৎ না থাকায় বুড়িমারী এক্সপ্রেসের টিকিট সংগ্রহের জন্য অন্ধকারেই লাইনে দাড়িয়ে ছিলাম। পরে রাত ৯ টার দিকে বিদ্যুৎ এসেছে। স্টেশনে থাকা যাত্রী জয়নাল আবেদিন বলেন, সন্ধ্যার পরপর স্টেশনে আসি একজন ঢাকাগামী যাত্রীর (আত্মীয়) সাথে দেখা করতে। কিন্তু বিদ্যুৎ না থাকায় তাকে খুঁজে পেতে সমস্যা হয়েছে। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান নয়ন বলেন, স্টেশনে অন্ধকার থাকায় জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকতে হয়েছে।
বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং পুনরায় সংযোগ স্থাপন ও বিল বকেয়া থাকার বিষয়ে কথা বলতে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালামের ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিডি২৪অনলাইন/লাজু মিয়া/সি/এমকে