নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের। একটা সমীকরণে সেমিফাইনাল খেলা নিয়ে একটু আশা থাকলেও আফগানিস্তানের বিপক্ষে হারের মধ্যে দিয়ে সেটার সমাধি হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশের সব সমর্থকের কাছে দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, বিশ্বকাপের পুরো যাত্রায় দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি আমরা। যারা আমাদের খেলা অনুসরণ করেন, তাদের ‘লেট ডাউন’ করেছি। এ সময় দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি।
বিশ্বকাপে সবচেয়ে বাজে করেছে টাইগার ব্যাটাররা। সে কথা উঠে এসেছে শান্তর গলায়। বলেন, আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। ব্যাটিং দিক থেকে সমর্থকদের হতাশ করেছি। বলতে গেলে কষ্ট দিয়েছি।
ব্যাটিংয়ে চেষ্টার কমতি ছিল না দাবি করে শান্ত বলেন, শতভাগ দিয়ে সবাই চেষ্টা করেছে। সবাই নিজের কাজে সৎ ছিল। কিন্তু দিন শেষে আমরা পারিনি। তাই দলের পক্ষ থেকে সরি।
সামনের দিকে এটাই চেষ্টা থাকবে, কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি আমরা- যোগ করেন শান্ত। এ টুর্নামেন্টে বোলাররা ভালো পারফর্ম্যান্স করেছেন, সেটাও সংবাদ সম্মেলেনে জানান শান্ত। বলেন, তারা সবাই খুবই ভালো বোলিং করেছে। রিশাদ এ রকম একটা টুর্নামেন্টে এসে সবগুলা ম্যাচে ভালো বোলিং করেছে।
বিডি২৪অনলাইন/এস/এমকে