জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে যা বলছে পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৪

 

যুক্তরাষ্ট্র তার দেশে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ইস্যূতে স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুন) সাংবাদিকদের ব্রিফ করেছেনমার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। পেন্টাগনের মুখপাত্র   বলেন, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের থাকা প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করেছে।

আজিজ আহমেদের ওপর গত মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তখন দেশটি জানিয়েছিল, দুর্নীতির সঙ্গে ব্যাপকভাবে জড়িত থাকায় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এদিকে  পেন্টাগনের মুখপাত্র বলছেন, দুর্নীতি রোধে বাংলাদেশে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোকেও সমর্থন করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। অবাধ এবং মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল, সামুদ্রিক এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে দুই দেশের অভিন্ন স্বার্থ মুল্যবোধের ভিত্তিতে সেখানে অংশীদারিত্ব বিরাজমান রয়েছে বলেও জানান তিনি।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর