পঞ্চগড় সংবাদদাতা
সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আর ট্রাকটির ধাক্কায় আহত হয়েছেন ইজিবাইকের চালক ও যাত্রী মিলে তিনজন। বৃহস্পতিবার বিকালে পঞ্চগড়ের প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকসহ চালকের সহকারি আনোয়ার হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।
নিহত নারী হচ্ছেন করিমা বেগম (৪০), তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকার বাসিন্দা রমজান আলীর স্ত্রী। আহতরা হচ্ছেন- ইজিবাইক চালক সদর উপজেলার মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম (৩০), ইজিবাইকের যাত্রী ও পঞ্চগড় পৌর শহরের জালাসী মহল্লার সেলিম হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (৩৫) ও আনোয়ার হোসেনের স্ত্রী শাহানা বেগম (৩২)। আহতদের মধ্যে দুই নারীর অবস্থা গুরুত্বর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, করিমা বেগম প্রাণী সম্পদ অফিস থেকে তার ছাগলের চিকিৎসাসেবা নিয়ে সড়ক পার হচ্ছিলেন। আহতরা ইজিবাইকে জেলা শহর থেকে জগদল বাজারের দিকে যাচ্ছিলেন। এই সময় তেঁতুলিয়া থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক করিমা বেগমকে চাপা দেয় ও ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন ইজিবাইকের আরোহীরা। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।আহতদের মধ্যে শাহানা বেগমের ডান হাত ট্রাকের চাকায় চাপা পড়ে। শাহানা এবং ফাহিমাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ট্রাকসহ চালকের সহকারিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
এএন/এমকে