বাঘায় সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু: রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
২৬ জুন ২০২৪

রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের  সংর্ঘষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ঘটনার ৪ দিনের মাথায় মারা গেছেন। এদিকে তার মৃত্যুর পর বাঘা উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।  হামলাকারীদের ফাঁসির দাবিতে বাঘা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে আমরণ অনশন শুরু করেছেন তারা।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইউসিইউতে চিকিৎসাধীন আশরাফুল ইসলাম বাবুল (৫৫) বুধবার (২৬ জুন) বিকাল টার দিকে মারা যায়। তিনি বাঘা পৌর এলাকার গাওপাড়া গ্রামের মৃত আমুর হোসেন আমুর ছেলে।

জানা গেছে, গত ২২ জুন উপজেলা পরিষদের সামনে উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বাঘা উপজেলা আওয়ামী লীগের ডাকে উপজেলা পরিষদের সামনে বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন চলছিল। সেখানে আওয়ামী লীগের আরেকটি অংশ হামলা চালালে সংঘর্ষের সুত্রপাত হয়। সংঘর্ষকালে ককটেল বিস্ফোরণ ঘটনা হয়। আতঙ্কে মানববন্ধন অংশ নেওয়া লোকজন উপজেলা চত্বরের ভেতরে ঢুকে পড়ে। তখন ইটপাটকেল পাথর ছোড়া হয়। অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম উপজেলা অডিটরিয়ামের সামনে পড়ে যায়। সেখানে তাকে চায়নিজ কুড়াল দিয়ে মাথার বাঁ-পাশে কোপানো হয়। এরপর আহত আশরাফুল ইসলামকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের মৃত্যুর পর উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে অনশনে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে সেখানে পুলিশ মোতায়েন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

 

বিডি২৪অনলাইন/সৌমেন মন্ডল/সি/এমকে


মন্তব্য
জেলার খবর