উপাচার্য নেই ৩৭ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৪

জাতীয় সংসদ- ফাইল ছবি

বর্তমানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৭টিতে ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) নেই। এ ছাড়া ট্রেজারার পদ শূন্য রয়েছে ৩৪টিতে। বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী আরও জানান, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে ১১৪টি। এর মধ্যে  ১০৫টিতে শিক্ষা কার্যক্রম চলছে। অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

সংসদকে শিক্ষামন্ত্রী বলেন, দেশে বর্তমানে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮টি। এর মধ্যে হাজার ১৮৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে হাজার ৯৮১টি পদে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দায়িত্ব পালন করছেন। গতবছর ৭৯ জন সহকারি প্রধান শিক্ষককে প্রধানশিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বাকি শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর