ইভিএমের প্রতি আস্থা বেড়েছে ভোটারদের

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৪

ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রতি ভোটারদের আস্থা বেড়েছে। বুধবার (২৬ জুন) দেশের পাঁচটি পৌরসভার বিভিন্ন পদে নির্বাচন শেষে  সাংবাদিকদের কাছে মন্তব্য করেন  নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।

রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব।তিনি মনে করছেন ইভিএম বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা, মানুষের উৎসাহ বেড়েছে, আগ্রহ বেড়েছে।

বুধবার নারায়ণগঞ্জের রুপগঞ্জের কাঞ্চন পৌরসভা, বরিশালের গৌরনদীতে, রাজবাড়ীর পাংশা, জামালপুরের মেলান্দহ শেরপুরের নকলা পৌরসভার বিভিন্ন পদে নির্বাচন হয়েছে।

শফিউল আজিম বলেন,  নির্বাচনে কাঞ্চন পৌরসভায় ৭২ শতাংশ, গৌরনদীতে ৪২ দশমিক ২৩ শতাংশ, পাংশায় ৩৫ দশমিক ২৪ শতাংশ, মেলান্দহে ৬৯ দশমিক ৬৩ শতাংশ নকলায় ৬৯ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব জানান, সবগুলোতেই ইভিএমে ভোট হয়েছে। খুব সুন্দরভাবে নির্বাচন হয়েছে। বড় ধরনের কোনও সহিংস ঘটনা ঘটেনি। খুবই উৎসবমুখর ছিল।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর