তারেককে ফেরাতে কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম চলমান আছে

নিজস্ব প্রতিবেদক
২৬ জুন ২০২৪

একুশ আগস্ট গ্রেনেড হামলাসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সব আইনি প্রক্রিয়া নিরসন করে তাকে দেশে এনে সাজার মুখোমুখি করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আর এ জন্য জোর কূটনৈতিক তৎপরতা আইনি কার্যক্রম একসঙ্গে চলমান রয়েছে।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে পর্বে  বিষয়টি জানান প্রধানমন্ত্রী। স্পিকার . শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রশ্নোত্তর উপস্থাপিত হয় টেবিলে।

শেখ হাসিনা সংসদে বলেন, তারেক রহমানকে নিয়ে আসার জন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ  করছে।   প্রক্রিয়ায় ফলাফল অচিরেই দেখা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর