চলতি (২০২৩-২৪) অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য বরাদ্দ দেওয়া হয় মোট ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি টাকা। এর মধ্যে ১১ মাসে বাস্তবায়ন হয়েছে ৫৭ দশমিক ৫৪ শতাংশ। বাকি এক লাখ ৮ হাজার ১৬ কোটি টাকা খরচের টার্গেট চলতি জুন মাসে। চলতি অর্থবছর শেষ হতে বাকি আছে মাত্র চারদিন।
চলতি অর্থবছরের ১১ মাসে যে পরিমাণ এডিপি বাস্তবায়ন হয়েছে, সেটা তুলনা করলে গত চার বছরের মধ্যে সব থেকে কম। এ ১১ মাসে এডিপি বাস্তবায়ন বাবদ খরচ হয়েছে এক লাখ ৪৬ হাজার ৩৭৫ কোটি টাকা।
বুধবার (২৬ জুন) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত এডিপি বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তথ্য বলছে, গত অর্থবছরের (২০২২-২৩) এই ১১ মাসে সংশোধিত এডিপি বাস্তবায়ন ছিল ৬১ দশমিক ৭৩ শতাংশ। তার আগের অর্থবছরে ছিল ৬৪ দশমিক ৮৪ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ ।
আইএমইডি জানায়, চলতি অর্থবছরের ১১ মাসে এডিপি বাস্তবায়নে সবচেযে বেশি এগিয়ে দুর্নীতি দমন কমিশন, তাদের বাস্তবায়ন হয়েছে ৯৬ দশমিক ৮৫ শতাংশ। বিপরীতে সব থেকে পিছিয়ে আছে নির্বাচন কমিশন, ১১ মাসে মাত্র ৩০ দশমিক ৩ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে তারা। ৬০০ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দের মধ্যেমাত্র ১৮০ কোটি টাকা খরচ করেছে ইসি।
বিডি২৪অনলাইন/ই/এমকে