অঙ্গার গবাদিপশু, দেড় লাখ টাকা উদ্ধারকালে অগ্নিদগ্ধ পিতা-পুত্র

২৫ মার্চ ২০২১

বগুড়া সংবাদদাতা

মশার কয়েলের আগুন থেকে সুত্রপাত হওয়া অগ্নিকাণ্ডে এক কৃষকের গবাদিপশু, বসতঘরসহ বাড়ির সব কিছু পুড়ে গেছে। আগুন থেকে রক্ষা করতে বসতঘরে রাখা গরু বিক্রির প্রায় দেড় লাখ টাকা আনার সময় নিজের ছেলেসহ কৃষক নিজেও অগ্নিদগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত দুইটার দিকে (বুধবার দিনগত) বগুড়ার শিবগঞ্জের মুরাদপুর মধ্যপাড়া গ্রামের ছায়েদ জাম্মানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

আগুনে পরনের বস্ত্র ছাড়া সবকিছু পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা।


সরেজমিনে জানা যায়, আগুনে ৩টি গরু ১০টি ছাগল ছাড়াও হাঁস মুরগী, চাল, আলু তৈজসপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। রাতে ছায়েদ জাম্মান তার ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। এই সময় গ্রামবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সোনাতলা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ছায়েদ জাম্মানকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার ছেলে মাহমুদুল হাসানকেও চিকিৎসা দেওয়া হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগী কবির বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আমাদের কর্মকর্তা পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে দ্রুত সহায়তা করা হবে।

 

এনআর/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর