ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাতে সেনা কর্মকর্তারা ষড়যন্ত্রের মাধ্যমে একটি অভ্যুত্থান মঞ্চস্থ করতে চায়। এমন আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্ত্রী সারা নেতানিয়াহু। খবর বার্তাসংস্থা আনাদোলু।
আট মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর এ আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ ও গাজায় যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রীর স্ত্রী।
খবরে বলা হয়েছে, গত সপ্তাহে গাজায় বন্দী থাকা ইসরায়েলিদের পরিবারের সাথে বৈঠকের সময় এ আশঙ্কা প্রকাশ করেন নেতানিয়াহু। যদিও এ বিষয়ে বৈঠকের সময় কিছু পরিবারের সদস্য তাকে বাধা দেন এবং পরামর্শ দেন- ইসরায়েলি সেনাবাহিনীকে অবিশ্বাস করতে পারেন না তিনি। জবাবে সারা নেতানিয়াহু জানান, তার অবিশ্বাস পুরো সেনাবাহিনীর (আইডিএফ) জন্য নয়, কেবল সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের বিষয়ে। এর আগে সারা নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছিলেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ পোস্টে ইয়ার নেতানিয়াহু প্রশ্ন রেখে বলেন, কেন সেনাবাহিনী এবং গোয়েন্দা প্রধানরা দাবি করেন- হামাসকে নিবৃত্ত করা হয়েছে? ৭ অক্টোবর বিমান বাহিনী কোথায় ছিল?
বিডি২৪অনলাইন/আই/এমকে