শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের আকার ১১২ কোটি ৮১ লক্ষ ৯ হাজার ৬১৬ টাকা। বৃহস্পতিবার (২৭ জুন) শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন।
বাজেটে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ও ১৮ কোটি ৩৭ লক্ষ ৪৮ হাজার টাকা ব্যয়; সরকারি মঞ্জুরী, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লক্ষ ৪১ হাজার ১৮৯ টাকা আয় ও ৭৯ কোটি ৯৬ লক্ষ ৬ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আহসুল আলম নাহিদ, পৌর সচিব আবু লায়েজ মো. বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম প্রমুখ।
বিডি২৪অনলাইন/রাকিবুল আওয়াল পাপুল/সি/এমকে