বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু ও ধলেশ্বরী নদীর ওপর মুক্তারপুর সেতু থেকে এক বছরে একত্রে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদকে বিষয়টি জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গত এক বছরে পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুক্তারপুর সেতু ১১ কোটি ৬১ লাখ টাকা টোল করা করা হয়। পদ্মাসেতু উদ্বোধনের পর থেকেগত ১৯ জুন পর্যন্ত মোট ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
ওবায়দুল কাদের সংসদকে জানান, বর্তমানে দেশে ছোট-বড় মিলে সেতু রয়েছে ৪ হাজার ১৬৬টি। ২০০৯-১০ থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত সেতু রক্ষণাবেক্ষণ খাতে ১ হাজার ৯১৮ কোটি ৯৩ লাখ টাকা খরচ হয়েছে। আর চলতি অর্থবছরে সেতুরক্ষণাবেক্ষণ খাতে ৩৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে