মন্তব্য
শুক্রবার (২৮ জুন) সকাল ১০টা পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের সাত বিভাগে ভারী বর্ষণ হতে পারে। ভারী বৃষ্টি হলে দেশের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। তাই রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে