ব্যক্তিগত কারণ দেখিয়ে শ্রীলঙ্কা দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড পদত্যাগ করেছেন। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
ক্রিস সিলভারউডের অধীনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেনি লঙ্কানরা। গ্রুপ পর্বে চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে তারা। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লঙ্কানদের।
এদিকে ক্রিস সিলভারউডের পদত্যাগের বিষয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক কোচ হলে প্রিয়জনদের থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হয়। দীর্ঘ পর পরিবারের সাথে কথোপকথন এবং ভারাক্রান্ত হৃদয়ে আমি মনে করি, এখন আমার বাড়ি ফেরার সময়। তাদের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটানো প্রয়োজন।
ক্রিস সিলভারউডের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পরে শ্রীলঙ্কা ২০২২ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপ জিতেছে। ২০২৩ সালে ওয়ানডে এশিয়া কাপে ফাইনালে উঠেছে। এর বাইরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে লঙ্কানরা।
শ্রীলঙ্কা ক্রিকেটের অংশ হওয়া নিজের জন্য সত্যিকার সম্মানের বিষয় উল্লেখ করে এ কোচ জানান, এখানে আমার অনেক প্রিয় স্মৃতি রয়েছে। এগুলো আমি মনে রাখবো।
বিডি২৪অনলাইন/এস/এমকে