ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৪

পশ্চিম এশিয়ার দেশ ইরানে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আজ শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮ টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হন। তাই নির্ধারিত সময়ের এক বছর আগেই এ নির্বাচন হচ্ছে।

নির্বাচনে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত নাগরিকরাও ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- হলেন মাসুদ পেজেশকিয়ান, মোস্তফা পুরমোহাম্মাদি, সাইদ জলিলি এবং মোহাম্মদ বাকের কলিবফ।

ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র হাদি তাহান নাজিফ ঘোষণা করেন, বিশ্বের ৯৫টি দেশে অবস্থানকারী ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। শুক্রবার এসব দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে।  পাশাপাশি দেশের অভ্যন্তরে ৫৯ হাজার ভোটকেন্দ্রে  ভোটগ্রহণ করা হবে।

অভিভাবক পরিষদের মুখপাত্র বলেন,  স্বাভাবিক নিয়মে ১০ ঘণ্টা ভোটগ্রহণ করা হবে। তবে প্রয়োজনে ভোটগ্রহণের সময় বাড়ানো হতে পারে। বিদেশে অবস্থানকারী ইরানি নাগরিকরাও একই নিয়মের মধ্যে পড়বেন।

 

বিডি২৪অনলাইন/আই/এমকে


মন্তব্য
জেলার খবর