তালায় বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুন ২০২৪

মাছের ঘেরের মটর মেরামত করার সময় বিদ্যুৎ স্পর্শে ইনছার  মোড়ল (৫৬)  নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে  মৃত্যু হয় তার।

ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুকতিয়া গ্রামের  মোহাম্মদ মোড়লের ছেলে।  তার পরিবারের বারত দিয়ে স্থানীয়  গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, নিজের বাড়ির পাশের বিলে থাকা মাছের ঘেরের মটর মেরামত করতে যায় ইনছার মোড়ল। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাকেসাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর