সাতক্ষীরায় পূজা উদযাপন পরিষদ সভাপতির বাড়িতে ডাকাতি

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ জুন ২০২৪

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা  সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ লাখ টাকা, একটি মোটরসাইকেল, কয়েকটি মোবাইল ফোন অন্যান্য সম্পদের পাশাপাশি সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দোনালা বন্দুক লুটে নিয়ে যায়।  শুক্রবার (২৮ জুন) গভীর রাতে দেবহাটায় উপজেলার দেবিশহরে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী বাসুভাষ  চন্দ্র ঘোষ জানান, বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে - জনের সংঘবদ্ধ  ডাকাত কৌশলে তাদের বাড়িতে ঢোকে। এ সময় অস্ত্রের মুখে  বাড়ির সবাইকে জিম্মি করে লটুপাট চালায় তারা। পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সেখ মাহমুদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর