ঘটনা ফাঁসে মন্ত্রী ও এমপিরা বেসামাল হয়ে পড়েছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৪

দেশে দুর্নীতি, লুণ্ঠন আর কুৎসিত অনাচারের নানা রং-বেরঙের কাহিনী এখন মানুষের মুখে-মুখে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেছেন, এ সব অপকর্মে জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ। আর এসব ঘটনা ফাঁস হওয়ায় সরকারের মন্ত্রী এমপিরা বেসামাল হয়ে পড়েছেন। তারা ভারসাম্যহীন কথাবার্তা বলছেন।

শুক্রবার (২৮ জুন) রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই ছাগলকাণ্ড, বেনজীরকাণ্ড, আজিজকাণ্ড এবং হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে আসামি গ্রেফতারকাণ্ড সামনে আনা হচ্ছ বলেও মন্তব্য করেন এ সময় রিজভী।

রিজভী বলেন, হাসিনা ভাইপার নিয়ে গোটা জাতি আজ ভীত। তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে দেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না। সরকারের মন্ত্রী এমপিরা একদিকে বলছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ, আবার অন্যদিকে বলছেন অভিযোগ সত্য।  অভিযোগ সত্য হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ হবে কেন? সে প্রশ্নও রাখেন রিজভী।

রিজভী বলেন, এ দখলদার আওয়ামী সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারাই ছিল ডামি সরকারকে টিকিয়ে রাখার বিশ্বস্ত সৈনিক। তারা অবৈধ একতরফা নির্বাচন করতে  ভোটারদের নতজানু রাখতে রীতিমতো ব্লাড-স্পোর্ট বা রক্ত খেলায় মেতেছিল, জনগণকে নতজানু রাখতে  রাষ্ট্রশক্তিকে যথেচ্ছাচার ব্যবহার করেছে। গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে উগ্রতা এবং বন্দুকের ভয় দেখিয়ে নিরব রাখার চেষ্টা করেছে। সেজন্যই মন্ত্রী-এমপিরা এখন তালগোল পাকিয়ে স্ব-বিরোধী বক্তব্য রাখছেন।

 

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর